মৌলভীবাজারে আইনজীবী হত্যায় বিক্ষোভ, আদালত বর্জন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

ছবি : বাংলাদেশের খবর
জেলা জজ আদালতের তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা বারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, মামুনুর রশিদ, আব্দুল মতিন চৌধুরী, বকসী জুবায়ের আহমেদ ও রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।
বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, সুজন মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বারের সামনে গিয়ে শেষ হয়। এদিকে বিক্ষুব্ধ জনতা দুপুর দেড়টার দিকে সুজন হত্যাস্থল পৌরসভার সামনে একটি ফুচকার দোকানসহ আশপাশের দোকানপাট ভাঙচুর করে।
উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মেয়র চত্বরের কাছে ফুটপাতে ফুচকা খাওয়ার সময় ৭-৮ জন দুর্বৃত্ত সুজনের ওপর হামলা চালায়। এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুজন মিয়া শহরতলীর পূর্ব হেলালপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের পুত্র। তাঁর পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ধুবলাপাড়া এলাকায়।
ঘটনার পর জেলা পুলিশ সুপার এম.কে এইচ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহরিয়ার খান সাকিব/এআরএস