
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্তরা। একই সঙ্গে তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত ব্যবসায়ী রায়হান (২৮) বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পাঁচ দিন পর, গত ৩০ মার্চ আহত রায়হানের মা কাজল রেখা (৫৫) বাদী হয়ে সিংগাইর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ব্যবসায়ী রায়হান বরাটিয়া বাজার থেকে ব্যবসার বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বরাটিয়া এলাকার লালমুদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে ফারুক হোসেন, আবুল কাশেম, ওয়াসিম ও জসিম নামের চারজন তার গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
মামলার বাদী কাজল রেখা বলেন, ‘আসামীরা আমার ছেলে রায়হানকে ধারালো রাম দা’ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা আমার ছেলের সঙ্গে থাকার ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
স্থানীয়রা জানান, হামলার সময় রায়হান চিৎকার করলে লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আফ্রিদি আহাম্মেদ/এমআই