Logo

সারাদেশ

স্ত্রীকে হত্যা করে তিন সন্তানসহ স্বামী উধাও

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৮:১২

স্ত্রীকে হত্যা করে তিন সন্তানসহ স্বামী উধাও

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক নারীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে তিন সন্তানকে নিয়ে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।  

রোববার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহত আলেয়া বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।  

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মো. রুবেল লস্কার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন। তার সন্ধানে অভিযান চলছে।’  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত আলেয়া বেগম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিশমারি গ্রামের বাসিন্দা। গত ৩ এপ্রিল স্বামী রুবেল লস্কার ও তিন সন্তানকে নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে টঙ্গীবাড়ী উপজেলার নয়াগাঁও এলাকায় আসেন। বনগ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন তারা।  

রোববার বিকেলে রুবেল লস্কার সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যান এবং বাইরে থেকে ঘরের দরজায় তালা দেন। সন্ধ্যার দিকে পাশের ভাড়াটিয়ারা দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তালা ভেঙে আলেয়া বেগমের মরদেহ উদ্ধার করে।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মো. আবু সাঈদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর