Logo

সারাদেশ

শিবচর

২ সন্তানের জননীকে নিয়ে ওয়াইফাই লাইনম্যানের পালানোর অভিযোগ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৯:২৩

২ সন্তানের জননীকে নিয়ে ওয়াইফাই লাইনম্যানের পালানোর অভিযোগ

মাদারীপুরের শিবচরে পরকীয়ায় জড়িয়ে দুই সন্তানের জননী এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে নিয়ে ওয়াইফাই সংযোগের লাইনম্যানের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুত্রবধূ ও নাতিদের উদ্ধারে সৌদি প্রবাসী ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই লাইনম্যানের বিরুদ্ধে শিবচর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের মোতাহার মোল্লার ছেলে সৌদি প্রবাসী সজিব মিয়ার সাথে একই ইউনিয়নের জমির হাওলাদারের কান্দি গ্রামের আহমেদ হাওলাদারের মেয়ে জান্নাতুল ফেরদাউসের দুজনের পছন্দের ভিত্তিতে বিয়ে হয়।  এই দম্পতির ঘরে সাজ্জাদ নামের ৭ বছরের এক ছেলে ও ইসাহাক নামের ৫ বছরের এক ছেলে  রয়েছে। বিয়ের পর থেকে দীর্ঘদিন বাড়িতে বসবাস করলেও সংসারের সুখের আশায় প্রায় নয় মাস আগে সৌদি আরবে যান সজীব মিয়া।

এই সুযোগে প্রবাসীর স্ত্রীর সাথে একই ইউনিয়নের হাজীকান্দি গ্রামের মান্নান মোল্লার ছেলে ওয়াইফাই সংযোগের লাইনম্যান আরিফ মোল্লা সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে তারা দুজন পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়েন। 

আর সেই প্রেমের জের ধরেই গেল ২ এপ্রিল দুই সন্তানসহ আরিফ মোল্লা প্রবাসীর ওই স্ত্রীকে নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সজীব মিয়ার বাবা মোতাহার মোল্লা বলেন, আমার ছেলের পাঠানো টাকা-পয়সাসহ তার স্ত্রী আমার ছোট ছোট দুইটা নাতিকে নিয়ে ওয়াইফাই লাইনম্যানের সাথে চলে গেছে। আমি আমার ছেলের পাঠানো টাকাসহ দুই নাতিকে ফেরত চাই।

ভুক্তভোগী প্রবাসী সজীব মিয়া বলেন, আমি কখনোই আমার স্ত্রীকে  অমর্যাদা করিনি। তাদের সুখের জন্য প্রবাসে এসেছি, নিজে না খেয়ে তাদের জন্য টাকা পাঠিয়েছি। আজকে সেই স্ত্রী অন্যের সাথে চলে গেছে।

আমার শুধু একটাই চাওয়া আমার ছোট ছোট অবুঝ ছেলে দুটো যেন আমার বাবা মায়ের কাছে রেখে যায়। আর আমার পাঠানো টাকাগুলো যেন ফেরত দেয়।

অভিযুক্ত আরিফ মোল্লার বাবা ফাহিম আক্তার বলেন, আমি জানি না, আমার ছেলে অন্যের স্ত্রীর সঙ্গে চলে গেছে কিনা। তবে সে বাড়িতে নেই, তার মোবাইলও বন্ধ।

শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, এ ধরনের ঘটনা শিবচরে প্রথম নয়। এরকম আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারগুলো থানায় সাধারণ ডায়েরি করেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পরকীয়ার প্রেমের কারণেই এসব ঘটনা ঘটেছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর