Logo

সারাদেশ

বগুড়ায় বাটা শো-রুম ভাঙচুর

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:০০

বগুড়ায় বাটা শো-রুম ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়ে  বাটা শো-রুম ভাঙচুর করা হয়েছে।  

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় ঘটনাটি ঘটে।  সোমবার সকাল ১০ টার পর থেকেই বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে  ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ ব্যানার, প্লাকার্ড,  ফেস্টুন নিয়ে  জড়ো হতে থাকে। বেলা  ১১ টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করে। মিছিল থেকে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদসহ ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এসময় শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাচের জানালা ভাঙচুর করা হয়। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই স্লোগান দিয়ে ভাংচুরের ঘটনা ঘটায় তারা।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ‘বিক্ষোভ মিছিল থেকে দুই-একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারে। এতে কাচ ভেঙে যায়। তাছাড়া বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।’

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর