ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২০:২৪
-67f3e049526e8.jpg)
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সর্বস্তরের জনতার ব্যানারে মাদারীপুর মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিলমাঠ গিয়ে শেষ হয়।
এ ছাড়া শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এই বর্বরোচিত হামলার জন্য জাতিসংঘের কাছে ইসরায়েলের বিচার দাবি করেন। এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বয়কটের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আকরাম হুসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, জামিয়া মুহাম্মাদিয়া শাসসুল উলুম কওমী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমেদ, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা মো, জাফর আহমেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুল রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
খলিল মিয়া/বিএইচ