Logo

সারাদেশ

ফরিদপুরে বাস খাদে, নিহত ৫

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫১

ফরিদপুরে বাস খাদে, নিহত ৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হতাহতের তথ্য নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। তাদের পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যাওয়া বাসটির নাম হাইডেক্স। বাসটি টেকেরহাট থেকে ফরিদপুর যাচ্ছিল। 

  • অপূর্ব অসীম/এইচকে/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর