বাংলাদেশের খবরের সাংবাদিক জুয়েল হাসান সড়ক দুর্ঘটনায় আহত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪০
-67f4ef0ef1331.jpg)
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জুয়েল হাসান।
বাংলাদেশের খবরের বগুড়ার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট জুয়েল হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় শহরে যাওয়ার পথে বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহের জন্য শহরে যাওয়ার পথে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় তার ডান হাতের তিনটি আঙুল ফেটে গেছে এবং হাঁটুতে ৮টি সেলাই পড়েছে। দুর্ঘটনার পর তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
নিজের সুস্থতা কামনা করে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এমআই