Logo

সারাদেশ

বিসিক পার্কের নাম ভাঙিয়ে কাটা হচ্ছে মাটি, হুমকিতে সেতু

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:২৩

বিসিক পার্কের নাম ভাঙিয়ে কাটা হচ্ছে মাটি, হুমকিতে সেতু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) পার্কের নাম ভাঙিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মাটি কাটার মহোৎসব চলছে। স্থানীয় প্রভাব খাটিয়ে চানপুর সেতুর দু’পাশে নদীতীরের মাটি কেটে লুট করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এসব মাটির ট্রাক ইটভাটা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার কাজের জন্য বিক্রি করা হচ্ছে। 

মাটি কাটার সাথে জড়িতদের দাবি, তারা এ মাটি শিল্পপার্কে দিচ্ছেন। তবে সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে দেখা গেছে এর ভিন্ন চিত্র। 

সরেজমিনে দেখা যায়, দিনের বেলায় সেতুর দু’পাশে মাটি কাটা হচ্ছে দেদারছে। ভ্যাকুয়াম মেশিন দিয়ে গর্ত করে মাটি কেটে ড্রামট্রাকযোগে মাটি বিক্রি করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে লতিফপুর-গোড়াই সংযোগ সড়কের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত চানপুর সেতু। এ ছাড়া নদীর দক্ষিণপাশের সড়কটিও যেকোনো মুহূর্তে ধসে যাওয়ার পর্যায়ে রয়েছে।

এ ব্যাপারে মাটি ব্যবসায়ী সাদেকের সাথে কথা হলে তিনি বলেন, ‘সবাই যেভাবে মাটি কাটে আমিও একইভাবে মাটি কাটি।’ পরে তিনি বারবার প্রতিবেদকের নাম জানতে চেয়ে ফোন কেটে দেন।

মাটি ব্যবসার সাথে জড়িত তাপসের সাথে কথা হলে তিনি বলেন, ‘মাটিগুলো মূলত শিল্পপার্কে দেওয়া হচ্ছে। এটি সরকারি কাজ।’

মাটি ব্যবসায়ী তাপসের বক্তব্যের সাথে মিল পাওয়া যায়নি সহকারী কমিশনারের (ভূমি) বক্তব্যের সাথে। 

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ‘এ প্রকল্পে মাটি কাটার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাব্বি ইসলাম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর