ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:০৮
-67f50396e1110.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মিরাজের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘শিমুল মিরাজের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কিছু এলাকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব সংবাদ পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
তারা আরও বলেন, ‘মজিদবাড়িয়া ইউনিয়নের সকল এলাকাবাসী এই মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক দুলাল, মজিদবাড়িয়া কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ ফারুক ইকবালসহ কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মোজাহিদুল ইসলাম নান্নু/এমআই