Logo

সারাদেশ

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:৩৯

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার বালুয়াকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত ইকরামুল হকের ছেলে জিয়াউল হক মুরাদ (৪৫) ও তার স্ত্রী সোনিয়া (৩৮)। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। মুরাদ ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘মুরাদ ও তার স্ত্রীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মুরাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে।’

আবু সাঈদ আপন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর