এসিল্যান্ডের গাড়ি আটকে দিয়ে পালিয়ে গেল মাটি ব্যবসায়ী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন। এ ঘটনার সম্মুখীন হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও তার সঙ্গীয় সেনাবাহিনী-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও এসিল্যান্ড অফিসের কর্মচারীরা।
গেল শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার গোড়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কেউ কিছু না জানালেও ঘটনার ৪ দিন পর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বুধবার (৯এপ্রিল) সাংবাদিকদের বিস্তারিত জানান।
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল এলাকায় মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার লক্ষ্যে রওনা হয়। পথিমধ্যে দেখেন, মাটি কাটার স্থানে যাওয়ার সড়কের মাঝখানে আড়াআড়িভাবে ড্রামট্রাক রেখে পালিয়ে গেছে মাটি ব্যবসার সাথে জড়িতরা। পরে পায়ে হেঁটেই মাটি কাটার স্পটে পৌঁছান তারা। কিন্তু মাটি কাটার সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে না পেয়ে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রামট্রাকটি জব্দ করে ইউএনও কার্যালয়ের সামনে এনে রাখেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, অভিযানে গিয়ে কাউকে না পেয়ে আটক করে জেল বা জরিমানা করার সুযোগ হয়নি। কিন্তু ফেরার পথে আমরা ড্রামট্রাকটি জব্দ করি। তিনি আরও বলেন, ঘটনার ৪ দিনেও জব্দকৃত গাড়ির সন্ধানে আসেনি কেউ।
ওই মাটির সাইড কে পরিচালনা করেন জানতে চাইলে বলেন এ ব্যাপারে তিনি অবগত নয়।
এমএইচএস