Logo

সারাদেশ

নোয়াখালীতে শিশু ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২০

নোয়াখালীতে শিশু ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কবির (৩৮) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মো. কবির রংপুরের সদর উপজেলার ঘাঘটপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে চৌমুহনীর একটি বাসায় ভাড়া থাকেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পাশের বাসার ১১ বছর বয়সী মেয়েটিকে অভিযুক্ত কবির তার বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনাটি স্থানীয়রা দেখে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্তের সাথে ভুক্তভোগীর আগে থেকে পাশের বাড়ির মেয়ে হিসেবে পরিচয় ছিল। মঙ্গলবার রাতে ওই মেয়েকে কবির জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত কবিরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর