
গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো সত্ত্বেও, ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দিতে গিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে আহমদীয়া মুসলিম জামায়াতের নামাজ সেন্টারে হামলা চালানো হয়েছে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে হামলাকারীরা সেন্টারের টিনের ঘরটি ধ্বংস করে ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ইসরায়েলের আগ্রাসন বিরোধী স্লোগান দিতে দিতে নামাজ সেন্টারের কাছে পৌঁছায়। এক পর্যায়ে তারা সেন্টারে হামলা চালায় এবং টিনের দেয়াল, জানালা ভেঙে ফেলে। আজান দেওয়ার স্থান এবং খুতবা দেওয়ার ডায়াসও ভাঙচুর করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলের অংশ হিসেবে কিছু ব্যক্তি নামাজ সেন্টারের কাছে আসলে তারা ক্ষিপ্ত হয়ে টিনের দেয়াল ও জানালাগুলো ভাঙতে থাকে। এই হামলার সময় সেন্টারে কোনো মুসল্লি উপস্থিত ছিলেন না, কারণ তখন নামাজের সময় ছিল না।
স্থানীয় আহমদী রাব্বী জানান, ‘হামলার সময় সেন্টারে কেউ ছিল না। পরে মঙ্গলবার (৮এপ্রিল) পুলিশ ফাঁড়িতে গিয়ে জানালে সেখান থেকে লিখিত অভিযোগ দাখিল করার জন্য বলা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।’
বাহাদুরপুরে স্থানীয় আহমদী কমিউনিটির প্রেসিডেন্ট জানান, ‘এখন পরিস্থিতি শান্ত এবং আমরা পুলিশকে লিখিত অভিযোগ দেবো। প্রস্তুতি চলছে।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা শুনেছি। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’
এমএইচএস