কালীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অভিযান

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৪:২৭
-67f62f75a0ba8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা কালীগঞ্জের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ইউএনও বলেন, `ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে।’
ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ায় কয়েকটি বাস কাউন্টার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছিল। অভিযানে দেখা যায়, কিছু কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করছে না এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
ইউএনও জাকিয়া সুলতানা জানান, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযান অব্যাহত থাকবে।’
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস