Logo

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্র, আহত ৭০

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্র, আহত ৭০

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্স গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই, বেতন ও বোনাস নিয়ে অসন্তোষ প্রকাশ করে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, এ ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছেন।

এ ঘটনা বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকায় ঘটে। 

শ্রমিকরা জানায়, সোমবার (৭ এপ্রিল) থেকেই তারা গার্মেন্টসের ভিতরে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছিলেন। বুধবার (৯ এপ্রিল) সকালে তাদের দাবি নিয়ে আবারও অবস্থান নিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পানির বোতল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করে।

পরে, শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে বিদ্যুৎ খুঁটি ফেলে এবং বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদের আগে ৫০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়। প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। সংঘর্ষে শ্রমিকদের পাশাপাশি সেনা, পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা আহত হয়েছেন। 

স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, শ্রমিকদের সরাতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। শ্রমিকরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মবিন, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় ৬ শ্রমিককে আটক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জানার পর সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে। আমরা আজকের মধ্যে শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেষ্টা করব।’

এন বি আকাশ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর