Logo

সারাদেশ

বরিশাল বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ৮৪৩০৩

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:২৭

বরিশাল বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ৮৪৩০৩

সারাদেশের মতো বরিশালেও বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা মনিটরিংয়ের জন্য ১৬টি ভিজিলেন্স টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে প্রস্তুত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নগরীর ২৪টি কেন্দ্রে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। এছাড়া পরীক্ষাকালীন শব্দযন্ত্র বাজানো, পাঁচজনের বেশি লোক সমাগম, ইট-পাথর ও গোলাবারুদ বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া ১৩ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগের ৬ জেলার ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর ১৯৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেআই জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর