কুষ্টিয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
-67f66e4351f51.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দিনেদুপুরে গুলি চালিয়ে পালিয়েছে দুই দুর্বৃত্ত। বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে শহরের গোশালা গলিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রশিদ কুষ্টিয়ার খাজানগরের বৃহত্তম চালের মোকাম ‘রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর মালিক। তিনি জানান, ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। গুলির শব্দ শুনে দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং পুলিশকে বিষয়টি জানান।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, দুপুর পৌনে ২টার দিকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে বাড়ির তিনতলার গ্লাস ভেঙে যায়। এ সময় বাড়িতে থাকা সদস্যদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে আইলচাড়া হাটের নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিরোধের কথা উল্লেখ করেন তিনি।
ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, তার ভাই ইউনিয়ন চেয়ারম্যান ও ভাতিজা জিহাদুজ্জামান জিকু সম্প্রতি প্রায় ২ কোটি টাকার ওই হাটের টেন্ডারে অংশ নিয়েছেন। এ নিয়ে একাধিকবার হুমকি এসেছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, আমরা টেন্ডার ড্রপ না করলে অল্প টাকায় নেওয়ার জন্য কিছু ব্যক্তি পাঁয়তারা চালাচ্ছিল। জিকু টেন্ডার ড্রপ করার পর থেকেই বিভিন্নভাবে তার ভাতিজা জিকুকে ও তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে কিছু ব্যক্তি। সপ্তাহখানেক আগেও তাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সদর থানা বিএনপির সদস্যসচিব বিপ্লব ও মুন্না এ হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলাদেশের খবরকে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেছি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও আলামত বিশ্লেষণের কাজ চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুজজামান আরিফ/এমবি