Logo

সারাদেশ

বাংলাদেশের খবরে যুক্ত হলেন আবু সাঈদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

বাংলাদেশের খবরে যুক্ত হলেন আবু সাঈদ

মো. আবু সাঈদ। ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ জেলার সকল খবর বিশ্বব্যাপী বাংলাভাষীদের কাছে পৌঁছে দিতে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় যুক্ত হয়েছেন মো. আবু সাঈদ।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনের পক্ষ থেকে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর ও কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবর কার্যালয়ে নিয়োগপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন ডিজিটাল গ্রোথ এডিটর মোহাম্মদ নেসার,  রিলিজিয়াস এডিটর বেলায়েত হুসাইন, হেড অব প্রোগ্রাম মো. হাসিবুর রহমান, সিনিয়র মোশন গ্রাফিকস ডিজাইনার ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক ফারিহা আহমেদ তন্নী ও কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ নাঈম রহমান।

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে আবু সাঈদের এ নিয়োগ গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর।

তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দির গ্রামে। তিনি এর আগে টেলিভিশন, স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রতিনিধি

প্রতিনিধি

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর