মেঘনা উপকূলীয় চরাঞ্চলে ভাসমান হাসপাতাল উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:১৬
-67f68f6067f31.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের মেঘনা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের জন্য উদ্বোধন করা হলো ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল। এটি পরিচালনা করছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপ। যেখানে মিলছে সব ধরনের স্বাস্থ্যসেবা।
বুধবার (৯ এপ্রিল) হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমপাড়ে স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ হাসপাতালের উদ্বোধন করেন।
হাসপাতালটি চরবাসীদের প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়, অস্ত্রোপচারসহ অন্যান্য সেবা প্রদান করছে বিনামূল্যে। ফ্রেন্ডশীপের প্রতিষ্ঠাতা রুনা খান জানান, প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী চিকিৎসা পাচ্ছে। ৩২ সদস্যের দলসহ ৭ জন চিকিৎসক কাজ করছেন।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, নদী বেষ্টিত দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, সোলায়মান আব্দুল আজিজসহ চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
আলআমিন ভূঁইয়া/এআরএস