Logo

সারাদেশ

লালমোহনে এসএসসি ও সমমানে অংশ নিচ্ছেন ৪৩৩৪ শিক্ষার্থী

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২১:৩৮

লালমোহনে এসএসসি ও সমমানে অংশ নিচ্ছেন ৪৩৩৪ শিক্ষার্থী

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল।

তিনি জানান, ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর লালমোহন উপজেলায় ২ হাজার ৬৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, ১ হাজার ৫০১ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় ও গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। 

দাখিল পরীক্ষার্থীরা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেবে। ভোকেশনালের পরীক্ষার্থীরা লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে।

একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে থাকবেন এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। 

তিনি বলেন, ওই সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব।

এস মেজবাহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর