Logo

সারাদেশ

মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬১

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৪:২৫

মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বছর উপজেলার ৫১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদরাসা থেকে মোট ৫ হাজার ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনে অংশ নেয় ৪ হাজার ৯৮৮ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।

জানা গেছে, উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার্থীদের মাঝে ছিল উত্তেজনা ও আত্মবিশ্বাসের ছাপ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। 

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। 

ইউএনও বলেন, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন। কেউ অসৎ উপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় মির্জাপুরে পরীক্ষাগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

রাব্বি ইসলাম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর