কিশোরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মেম্বার গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৫:৫৬
-67f795eb8262e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় শাহ আলম ওরফে আলম মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১০টার দিকে গুরুই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহ আলম মেম্বার ছেত্রা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের (১৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিকলী উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে একটি দল মিছিলকারীদের ওপর হামলা চালায়। এতে অনেকেই আহত হন এবং পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়ের করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, মামলার প্রেক্ষিতে আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আব্দুর রউফ ভূঁইয়া/এমবি