জিডি করতে নিতেন ‘তিন প্যাকেট বেনসন’, সেই পুলিশ সদস্যের বদলি

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৬:১১

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়ায় অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে. রোববার (৬ এপ্রিল) পাসপোর্ট হারানোর বিষয়ে সালমান কবীর নামে এক ভুক্তভোগী সিরাজদিখান থানায় গেলে এএসআই মাহফুজুর রহমান তার কাছ থেকে তিন প্যাকেট বেনসন সিগারেট বা এর সমমূল্য ১ হাজার ২০০ টাকা ঘুষ নেন। এ বিষয়ে পরদিন সোমবার (৭ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন।
সিরাজদিখান থানা সূত্রে জানা গেছে, এএসআই মাহফুজুর রহমানের বদলির আদেশ এক মাস আগেই হয়েছিল। কি কারণে তিনি কর্মস্থল ছেড়ে যাননি, সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘অভিযুক্ত এএসআই মাহফুজুর রহমানকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। শুধু বদলি নয়, তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।