ফেনীতে বর্ষার আগেই খাল-ড্রেন পরিষ্কারের কাজ শুরু

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৬:২৯

ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে বর্ষার আগেই শহরের সকল খাল ও ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং ফেনী পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে এ কার্যক্রম শুরু করেছে।
ফেনী শহরের সড়ক ও অলিগলিতে বৃষ্টির পর পানি জমে যাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। খাল ও ড্রেন ভরাট থাকায় পানি নিষ্কাশনে ধীরগতি দেখা যায়, যা শহরের বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফেনী পৌরসভার পক্ষ থেকে খাল ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে।
ফেনী শহরের পাগলির ছড়া, দমদমা, দাউদপুর, কুমড়ার ছড়া, আরামবাগ, মধুয়াই ও নিরানি খাল-ছড়া শহরের পানি নিষ্কাশনে ব্যবহৃত হয়। বর্ষা মৌসুমের আগে এই খাল ও ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
ফেনী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন জানিয়েছেন, খাল ও ড্রেন পরিষ্কারের জন্য ২০ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ৪ জন সুপারভাইজার এবং ১ জন কনজারভেন্সি অফিসার কাজের তদারকি করছেন। এই কাজ দ্রুত করতে ২টি এস্কেভেটর এবং ৪টি ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।
ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা জানিয়েছেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজ সকাল ১০টায় পৌর এলাকার খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন জানান, গত বছর ভয়াবহ বন্যার পর শহরের জলাবদ্ধতা সমস্যা তীব্র হয়ে ওঠে, যার পরিপ্রেক্ষিতে এবার আগাম এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু খাল পরিষ্কার করা হয়েছে এবং কর্মীরা নিয়মিতভাবে খাল পরিষ্কার কাজে নিয়োজিত রয়েছেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম উদ্বোধন শেষে বলেন, ‘ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল, ড্রেন, নালা ও নর্দমার নাব্যতা পুনরুদ্ধার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চলবে। খালের পাড়ে অবৈধ স্থাপনাগুলোকেও উচ্ছেদ করা হবে।’
এম. এমরান পাটোয়ারী/এমআই