জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ড সদস্য আহত

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:১৪

বরিশালের মেহেন্দিগঞ্জে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলায় এক কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, অভিযান চলাকালীন হঠাৎ করে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের নৌকা নিয়ে অভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ করে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে। হামলায় কোস্টগার্ড সদস্য এম মনজুরুল ডান হাতের কনুইয়ের নিচে আঘাত পান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে মাজহারুল ইসলাম ৭.৬২ মিমি সিএসএমজি ব্যবহার করে চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।
আহত মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের বহনকৃত ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
জেআই জুয়েল/এমজে