Logo

সারাদেশ

জানাজায় এসে হামলার শিকার আ.লীগ নেতা

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৩০

জানাজায় এসে হামলার শিকার আ.লীগ নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়ের জানাজায় অংশ নিতে এসে হামলার শিকার হয়েছেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম ও তার দুই ভাই শেখ জামাল ও শেখ বাবুল।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় উপজেলার কাটাগাং এবং করেরহাট বাজারে এসব হামলার ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ সেলিমের চাচাতো ভাই শেখ শাহদাতের স্ত্রী মৃত্যুবরণ করলে জানাজায় অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে শহর থেকে গ্রামের বাড়িতে যান তিনি। জানাজা শেষে ফেরার পথে কাটাগাং এলাকায় যুবদলের নেতা-কর্মীরা তার গাড়ির গতি রোধ করে এবং তাকে গাড়ি থেকে নামিয়ে মারধরের চেষ্টা করে। শেখ সেলিমের স্ত্রী-সন্তানের চিৎকারে ও খবর পেয়ে আত্মীয়-স্বজন ছুটে এলে তিনি কোনোমতে রক্ষা পান।  

পরে মাগরিবের নামাজের পর করেরহাট বাজারে শেখ সেলিমের ভাই শেখ জামাল ও শেখ বাবুলের ওপর হামলা চালানো হয় এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।  

আওয়ামী লীগ নেতা শেখ সেলিম বলেন, ‘জানাজা শেষে বাসায় ফেরার পথে যুবদলের লোকজন আমার গাড়ি থামিয়ে মারধর করে এবং আমাকে গাড়ি থেকে নামিয়ে নিতে চায়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে তুলে নিয়ে হত্যা করা। আমি কোনোমতে রক্ষা পেলেও সন্ধ্যায় আমার দুই ভাইয়ের ওপর হামলা হয়েছে এবং তাদের দোকান ভাঙচুর করেছে। আমরা রাজনীতি করেছি, কিন্তু কারও ক্ষতি করিনি।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে নেব।’

সাফায়াত মেহেদী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর