Logo

সারাদেশ

শেরপুরে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭১

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:১৫

শেরপুরে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৭১

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ৪ হাজার ৪৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিলেন ৭১ জন পরীক্ষার্থী।

পরিসংখ্যান অনুযায়ী, এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও ২৬ জন অনুপস্থিত ছিলেন। দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৯১ জন, অনুপস্থিত ছিলেন ৪০ জন। ভোকেশনাল পরীক্ষায় ২৮৯ জন অংশ নিলেও ৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যান্য বছরের তুলনায় এবারে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় বেশি ছিল।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

শেরপুর উপজেলা শিক্ষা অফিসার নজমুল ইসলাম বলেন, পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরিবেশে পরীক্ষা পরিচালনা করতে পেরেছি।

আব্দুল ওয়াদুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর