মেহেরপুরে কালবৈশাখী ঝড়-শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:২০
-67f8ed03a3769.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এর ফলে আম, লিচু, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টায় শুরু হওয়া ঝড়ে আম ও লিচু ঝরে পড়ে এবং মাঠের ফসল, যেমন ভুট্টা, কলা, লাউয়ের মাচা ও অন্যান্য সবজি ক্ষতিগ্রস্ত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, শিলাবৃষ্টির কারণে ভুট্টা, আম, লিচু, টমেটোসহ বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ঝড় ও শিলা বৃষ্টির ফলে প্রায় ২ হাজার ২ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকতারুজ্জামান/এআরএস