রোহিঙ্গা কলোনিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:৫৭
-67f903a6f2747.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কালিয়াইশ ইউনিয়নে মাদক ও জুয়ার আস্তানা বন্ধ এবং রোহিঙ্গা কলোনি উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কালিয়াইশ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইলিয়াছ উদ্দীন সানি। প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা আফিল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সোহেল উদ্দীন ও মাইনউদ্দিন হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, জামায়াতে ইসলামীর কালিয়াইশ ইউনিয়ন শাখার আমির আবুল বশর ছিদ্দিকি, বিএনপি নেতা নাসির উদ্দিন খান, হারুনুর রশিদ বাহাদুরসহ অনেকে।
বক্তারা বলেন, শঙ্খনদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বার্মা কলোনিতে রোহিঙ্গাদের বসবাস শুরু হওয়ার পর থেকে এলাকায় মাদক ও জুয়ার আসর গড়ে উঠেছে। এসব অপরাধে জড়িয়ে পড়ছে স্থানীয় যুবসমাজও।
তারা অভিযোগ করেন, কলোনিতে অবস্থানকারী রোহিঙ্গা ও চোর-ছিনতাইকারীরা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত। বক্তারা কালিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘মাদক রানী’ হিসেবে পরিচিত হোসেন আরা বেগম ওরফে ভূট্রোনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদ হোসাইন, এম এ হামিদ, নজরুল ইসলাম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন নিরব, শহিদ উদ্দিন আহমেদ, মো. ইমরান, পারভেজ উদ্দিন, এনায়েত উল্লাহ জিসান, জিমরান উদ্দিন আহমেদসহ অনেকে।
মো. শহীদুল ইসলাম/এমআই