মানিকগঞ্জে সেই মুয়াজ্জিনের শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:৪২
-67f90e3cd0a39.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে মক্তবে পড়তে আসা ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মসজিদের মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া এবং ঘটনার পর তাকে প্রশয়দানকারী স্থানীয় ইসহাক ও লাভলু মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বান্দুটিয়া এলাকার (ঘন্টিপাড়া) মদিনা মসজিদ মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন দক্ষিণ সেওতা ও বান্দুটিয়া গ্রামের শত শত মানুষ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’ সহ বিভিন্ন স্লোগান দেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করেছে মুয়াজ্জিন আবুল বাশারের পরিবার এবং স্থানীয় লাভলু ও ইসহাক।
মানববন্ধনে স্থানীয়রা জানান, লাভলু ও ইসহাকের প্রশ্রয়ে মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া ও তার পরিবার নানা অপকর্মের সাথে জড়িত। আবুল বাশারের কাছে একজন শিশুও নিরাপদ নয়, মক্তবে পড়তে আসা এক শিশুকে র্ধষণ চেষ্টা করে সে। তার চাচাতো ভাই জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুবলীগের বিভিন্ন নেতাদের সাথে মিলে ছাত্র-জনতার ওপর রামদা-চাপাতি দিয়ে হামলা চালায়। তারা সবাই আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ সরকারের সময় তারা বিভিন্ন নেতাদের সাথে মিলেমিশে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। এই লাভলু এবং ইসহাক বর্তমানে বিএনপির কিছু নেতাদের সাথে সখ্যতা তৈরির চেষ্টা করছে এবং বিএনপির সুনাম নষ্ট করার পায়তারা করছে।
তারা আরও বলেন, ধর্ষণ চেষ্টাকারী মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া যেমন অপরাধী, তাকে প্রশ্রয়দানকারী লাভলু ও ইসহাকও সমান অপরাধী। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কানিজ শারমিন তামান্না বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোয়াজ্জিনকে আটক করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৯ এপ্রিল) সকালে মানিকগঞ্জ পৌর এলাকার আলপনা জামে মসজিদের মক্তবে পড়তে আসা এক শিশুকে ধর্ষণ চেষ্টা করে মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া। পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আফ্রিদি আহাম্মেদ/এমআই