Logo

সারাদেশ

‘আগামী নির্বাচন হবে সুন্দর সমাজ বিনির্মাণের নির্বাচন’

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:০৫

‘আগামী নির্বাচন হবে সুন্দর সমাজ বিনির্মাণের নির্বাচন’

আগামী নির্বাচন হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে গোবিন্দপুর হাইস্কুল মাঠে দলটির ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের নির্বাচন। আগামী নির্বাচন হবে মানুষ মানুষের গোলামি থেকে মুক্তি পাওয়ার নির্বাচন। সে নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে না পারলে জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবেনা।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. জামাল উদ্দিন ও জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আ.ন.ম আবদুর রহিম।

এম. এমরান পাটোয়ারী/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর