Logo

সারাদেশ

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:১৬

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

পটুয়াখালী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল হোসেন উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে। উজ্জ্বল একজন এজাহারভুক্ত আসামি। তাকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

অভিযোগে বলা হয়, গত জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারপন্থী শক্তি হিসেবে মাঠে সক্রিয় ছিলেন এবং বিক্ষোভ দমনে সহিংস ভূমিকা রাখেন। বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত উজ্জ্বল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহের রাজনীতির সঙ্গে পূর্বে জড়িত ছিলেন। তিনি বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুঈমুল ইসলাম মিরাজের করা মামলার অন্যতম আসামি। 

আরিফুল ইসলাম সাগর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর