Logo

সারাদেশ

‘আ.লীগের জন্য দেশ ছেড়েছিলাম, বিএনপির জন্য ঘর ছাড়লাম’

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:০০

‘আ.লীগের জন্য দেশ ছেড়েছিলাম, বিএনপির জন্য ঘর ছাড়লাম’

কৃষক রুহুল আমিন। ছবি : বাংলাদেশের খবর

‘আ.লীগের জন্য দেশ ছেড়েছিলাম, বিএনপির জন্য ঘর ছাড়লাম’ কথাগুলি আক্ষেপ করে বলেছেন ফরিদপুরের বোয়ালমারীর রুহুল আমিন (৬০) নামে এক কৃষক।

জানা গেছে, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রৈসুল ইসলাম পলাশ ও তার লোকজন কৃষক রুহুল আমীনের ১৬০ শতাংশ ক্ষেতের পেঁয়াজ তুলে নিয়ে যায় ও জোর করে জমি দখল করে নেয়। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভর দীঘিরপাড় গ্রামে। ওইদিন স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও কৃষক রুহুল আমিন কোনো সহযোগিতা পাননি।

এ বিষয়ে ২৩ মার্চ ভুক্তভোগী কৃষক রুহুল আমিন বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

বিচার না পেয়ে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা সচিবালয়ের সামনে ব্যানার টাঙ্গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, ব্যানারে লেখা, আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম, এখন বিএনপির জন্য ঘর ছাড়লাম। পলাশ চেয়ারম্যান আমার ১৬০ শতক জমির পেঁয়াজ ও আমার জমি দখলে নিয়েছে। আমি তার বিচার চাই আমার জমি ফেরত চাই।

কৃষক রুহুল আমিন মুঠোফোনে বলেন, ‘পলাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, যে কোনো সময় পলাশ আমাকে সামনে পেলে মেরে ফেলতে পারে। জমির কাগজ আমার, জমি কেনো আমার হবে না?’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘কৃষক রুহুল আমিন একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। পরে তদন্ত সাপেক্ষে পুলিশ পেঁয়াজ উদ্ধার করে ওই কৃষককে ফেরত দিয়েছে।’ 

এমএম জামান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর