Logo

সারাদেশ

‘কোনো কোনো উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জেগেছে’

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২১:২৭

‘কোনো কোনো উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জেগেছে’

বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি : বাংলাদেশের খবর

কোনো কোনো উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জে লৌহজংয়ের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার না। এ সরকারের কাজ পাঠশালা বা বিমানবন্দর বানানো নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ না।

তাদের কাজ- আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে। মাদক যেন দূর হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে- তার সূচনা করে দিয়ে যাওয়া।

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছুদিন আগে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসে; আর কাউকে ভালোবাসে না। অথচ বাংলাদেশের ওপর দিয়ে তারা মালামাল আনা-নেওয়া করে। বাংলাদেশের উচিত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।’

মো. নাজমুল ইসলাম পিন্টু/এমআই/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর