Logo

সারাদেশ

শহীদ মিনারে জুতো পায়ে জনসভা, সমালোচনার মুখে বিএনপি নেতা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৮:১০

শহীদ মিনারে জুতো পায়ে জনসভা, সমালোচনার মুখে বিএনপি নেতা

লৌহজং সরকারি কলেজের শহীদ মিনারে জনসভায় স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে বিএনপিনেতারা | ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজের শহীদ মিনারে জুতো ও স্যান্ডেল পায়ে উঠে জনসভা করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। শহীদদের স্মৃতিকে অবমাননার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজশিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজ চত্বরে ‘২৪-এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন’ শীর্ষক এক জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. রিপন। সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপিনেতা শেখ মোস্তফা। অভিযোগ উঠেছে, এ সময় শহীদ মিনারে জুতা ও স্যান্ডেল পায়ে অবস্থান করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, এই শহীদ মিনারে চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা বলছেন, ‘একজন কেন্দ্রীয় নেতার কাছ থেকে এমন আচরণ সত্যিই নিন্দনীয়। শহীদ মিনার তো শুধু একটি নির্মাণ নয়, এটি আবেগ ও আত্মত্যাগের প্রতীক। সেখানে জুতো পায়ে উঠে মঞ্চ করা মানে পুরো জাতির অনুভূতিকে অপমান করা।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, শহীদ মিনারটি এখনো নির্মাণাধীন। উদ্বোধন করা হয়নি। এজন্য সেখানে জনসভার মঞ্চ তৈরি করা হয়।

তবে লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘শহীদ মিনারটির নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমরা গত ২১ ফেব্রুয়ারিতেই এখানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।’

  • নাজমুল ইসলাম পিন্টু/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর