Logo

সারাদেশ

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

Icon

গাজীপুুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় রাকিব মোল্লা (৩০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর দক্ষিণখান এলাকার শহীদ হাজীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড দক্ষিণখান এলাকার বাসিন্দা। তিনি সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাই ইব্রাহিম মোল্লার বড় ছেলে এবং বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের মহানগর শাখার একজন সক্রিয় নেতা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে রাকিব মহানগরীর শহীদ হাজীর বাড়ির পাশে হেঁটে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাকিব মোল্লার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলছে, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাজী মো. আব্দুল মান্নান/এটিআর 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর