Logo

সারাদেশ

কোটালীপাড়ায় সড়কের পাশে মিলল অজ্ঞাত পুরুষের লাশ

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

কোটালীপাড়ায় সড়কের পাশে মিলল অজ্ঞাত পুরুষের লাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাস্তার পাশে ঝোপের ভেতর আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নয়াকান্দি তরুরবাজারের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি তরুরবাজার সংলগ্ন টুঙ্গিপাড়া-বিষারকান্দি সড়কের পাশে ঝোপের মধ্যে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ একদল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করার হয় লাশ।

ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, কে বা কারা তাকে মেরে এখানে লাশ ফেলে রেখেছে, তা জানা যায় নি। অপমৃত্যু মামলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।’

অংকন তালুকদার/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর