Logo

সারাদেশ

রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:২৮

রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসান মিয়া কুড়িগ্রামের রাজারহাট থানার গতিয়াসন গ্রামের কফিল মিয়ার ছেলে। বর্তমানে হাসান রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামে ভাড়ায় বসবাস করেন এবং স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। 

পুলিশ জানায়, শনিবার (১২ এপ্রিল) সকালে মেয়েটি বাসা থেকে বের হয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন ঘর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হাসান মিয়াকেও তারা আটক করে। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসান মিয়াকে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। 

এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে হাসান মিয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এন বি আকাশ/এমজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর