মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৩:২৫
-67fb66fff0024.jpg)
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী মহা. আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৩ এপ্রিল) ভোররাতে শহরের বড়বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে মহা. আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অ্যাডভোকেট মহা. আব্দুস সালাম সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।
এ মামলায় আরও যেসব ব্যক্তিকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা যুবলীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, ফরহাদের বোনজামাই ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা।
আকতারুজ্জামান/এমবি