রাস্তার কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৩:৩১

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া বাজার থেকে ছোয়াপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে তেতুইয়া, এরালিয়া, ছোয়াপুরসহ পাঁচ গ্রামের মানুষ।
রাস্তার উভয় পাশে লোহার রেলিং বসানো হলেও মূল রাস্তার কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে। এ অবস্থায় দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত নির্মাণকাজ না হলে বৈশাখ মাসের ফসল গোলায় তুলতে কৃষকদের বিড়ম্বনার শিকার হতে হবে।
এলজিইডি সূত্রে জানা যায়, কাজের দায়িত্ব পায় ইভা বিল্ডার্স। কার্যাদেশ ২০২৪ সালের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু সরিজমিনে দেখা যায়, রাস্তাটির দুপাশে লোহার রেলিং দেওয়া থাকলেও মূল রাস্তায় খানাখন্দক তৈরি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে পানি জমে আছে। পথচারী ও যানবাহন চলাচলে রয়েছে ভোগান্তি। এ ছাড়াও রাস্তার দুপাশে লোহার রড থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।
কাঠুইর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক বলেন, এই রাস্তার ঠিক না হলে আমরা বৈশাখী ধান ঘোলায় তুলতে পারছি না। ৫ গ্রামের বাসিন্দাদের একমাত্র রাস্তাই এটি।
ইভা বিল্ডার্সের প্রতিনিধি জালাল উদ্দিন বলেন, আমি ইভা বিল্ডার্সের কাছ থেকে চুক্তিতে কাজটি এনেছি। রাস্তার কাজের মূল বরাদ্দ ২ কোটি ৮০ লাখ হলেও মাত্র ১৮ লাখ টাকা বিল পেয়েছি। রাস্তার দুপাশে গার্ডওয়াল নির্মাণ করেছি। বিট বালু না পাওয়ায় মূল রাস্তার কাজ শুরু করতে পারছি না। এই সপ্তাহের মধ্যে বিট বালু ফেলে সিসি ঢালাই শুরু করব। আশা করছি মেয়াদের আগে কাজ শেষ করতে পারব।
এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি। তারা আজকালের মধ্যেই রাস্তা নির্মাণের কাজটি শুরু করবে।
আব্দুল হালিম/এমজে