ধামরাইয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
-67fccd68d209e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৯টায় উপজেলা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বিকেল ও সন্ধ্যায় সেখানে পরিবেশিত হবে গম্ভীরা ও মঞ্চনাটক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে উপজেলা মুক্তমঞ্চে। কনসার্টে অংশ নেবেন শিরোনামহীন, আখি আলমগীরসহ জনপ্রিয় ব্যান্ড দলগুলো। দুই দিনব্যাপী মেলায় প্রায় ৩৫টি স্টল বসেছে উপজেলা চত্বরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই এ আয়োজন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানাই।’
নবীন চৌধুরী/এঅরাএস