Logo
Logo

সারাদেশ

বাজারের ব্যাগে মিলল নবজাতক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:০২

বাজারের ব্যাগে মিলল নবজাতক

ছবি : প্রতিনিধি

বাগেরহাটে বাজারের ব্যাগে রাখা এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বাগেরহটের বারাকপুর চুনাখোলা এলাকা থেকে উদ্ধার করা হয়। 

পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার শব্দ পান। স্থানীয়দের খবর দিলে নাজমা নামক এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘নবজাতক পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা বলেন,‘একটি অজ্ঞাত নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।’

শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর