Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কারাবন্দীদের বর্ষবরণ উৎযাপন

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:০৬

ঠাকুরগাঁওয়ে কারাবন্দীদের বর্ষবরণ উৎযাপন

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিয়েছেন ঠাকুরগাঁওবাসী। এর পাশাপাশি পয়লা বৈশাখ বরণের উৎসবে মেতে উঠেছেন ঠাকুরগাঁও জেলা কারাগারের কারাবন্দীরা।

সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা কারাগারের আয়োজনে কারাবন্দীদের জন্য করা হয় পয়লা বৈশাখের আয়োজন। তাদের জন্য ছিল, পান্তা-ইলিশসহ নানা রকম উন্নতমানের খাবার। পরে নিজের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া কারাবন্দীদের দেখতে আসা স্বজনদের জন্যও ছিল এমন আয়োজন। সেই সাথে মেডিকেল ক্যাম্পসহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করে ঠাকুরগাঁও জেলা কারাকর্তৃপক্ষ। 

কারাগারে বন্দী স্বজনের সাথে দেখা করতে এসে দর্শনার্থীরা বলেন, প্রথমে আসার পরেই কারাকর্তৃপক্ষ আমাদের বৈশাখ উপলক্ষে পান্তা-মাছভর্তা দিয়ে খেতে দিয়েছে। আমাদের মেহমানের মতো আপ্যায়ন করেছে। আজকের মতো একটি আনন্দময় দিনে তারা আমাদের ও কারাগারে থাকা ব্যক্তিদের এত সুন্দর আপ্যায়ন করেছে, যা প্রশংসার দাবিদার।

ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার মো. শাহারিয়ার আলম চৌধুরী বলেন, আমরা এখানে বন্দীদের জন্য পান্তা-ইলিশসহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এ ছাড়া কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের জন্যও খাবারের ব্যবস্থা করেছি। যারা আমাদের স্টাফ তাদের বাচ্চাদের জন্যও বিভিন্ন আয়োজন করেছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।’

আবু সালেহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর