‘জীবনে কেউ আমাকে কখনো ফুল দেয়নি, এমনকি স্বামীও না’

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:৪২
-67fcd8691995b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পহেলা বৈশাখে অন্যরকম আয়োজনের সাক্ষী হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নববর্ষ উপলক্ষে হাসপাতালের শতাধিক ভর্তি রোগী ও তাদের স্বজনদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে ফুল বিতরণের পাশাপাশি রোগীদের জন্য উন্নতমানের খাবারেরও আয়োজন করা হয়। এতে হাসপাতালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ষাটোর্ধ্ব রোকেয়া বেগম বলেন, ‘জীবনে কেউ আমাকে কখনও ফুল দেয়নি, এমনকি স্বামীও না। আজ এই হাসপাতালে ফুল পেয়ে আবেগে ভেসেছি।’
একই অভিব্যক্তি গৃহবধূ সুলতানা খাতুনেরও। তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে দুই দিন ধরে হাসপাতালে। ভাবিনি এখানে নববর্ষ পালন করতে পারব।’
রোগী আব্দুল কুদ্দুস বলেন, ‘ফুলের শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগছে। এমন আয়োজন প্রশংসনীয়।’
সেবিকা সেলিনা খাতুন বলেন, ‘১৫ বছরের চাকরিজীবনে এই প্রথম নববর্ষে ফুল পেলাম।’
ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রোগীরা শারীরিকভাবে যেমন দুর্বল, মানসিকভাবেও তেমন ভেঙে পড়েন। একটুখানি শুভেচ্ছা বা ভালোবাসা রোগীর মধ্যে আশাবাদ তৈরি করে। এই চিন্তা থেকেই আমার ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরও জানান, ‘আরএমও হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেড সংখ্যা বাড়ানো, সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা চালু এবং গাইনি কনসালট্যান্ট না থাকায় নিজেই সিজার পরিচালনা করছি। জনবল সংকট থাকা সত্ত্বেও সর্বোচ্চ সেবা দিতে আমরা চেষ্টা করছি।’
এম বুরহান উদ্দীন/এআরএস