মির্জাপুরে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:২৯
-67fcff97e21af.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের পরিবেশনার মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনের সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানার ওসি মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা বৈশাখী সাজে উপজেলা চত্বরে সমবেত হয়। পরে তারা নাচ-গানের মাধ্যমে বর্ষবরণ উৎসবে অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করে সংগীত, নৃত্য ও কবিতা।
রাব্বি ইসলাম/এআরএস