জমিতে ছাগল প্রবেশ করায় কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:০২
-67fe12a82f985.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে হত্যাচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে অভিযুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিনের বসত বাড়িতে অগ্নিসংযোগ দিয়েছে বিক্ষুব্ধ জনতা।তবে, এ ঘটনায় ওই পরিবারের কেউ হতাহত হয়নি।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ-সেনাবাহিনী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সন্ধ্যায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এলাকাবাসী জানায়, শুক্রবার (১১ এপ্রিল) গিয়াস উদ্দিনের কলাবাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকবর আলীক দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে গিয়াস। এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর ৫ জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা পর ওই রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সোমবার (১৪ এপ্রিল) বিকেলে প্রধান আসামি গিয়াসের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করে এলাকাবাসী। মানববন্ধন শেষে কিছু বিক্ষুব্ধ জনতা গিয়াসের বাড়িতে ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে।
স্থানীয়রা জানান, গিয়াস প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছিল। সরকার পতনের পরও তার অবৈধ কর্মকাণ্ড চলছিল। মানুষের উপর নির্যাতন, অত্যাচার করে এলাকায় ত্রাস সৃষ্টি করত গিয়াস। আমরা ওর ফাঁসি চাই।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলার পর দুজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।’
রাব্বি ইসলাম/এমআই