Logo

সারাদেশ

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না ইমামের, সড়কেই ঝরল প্রাণ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:৩১

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না ইমামের, সড়কেই ঝরল প্রাণ

কুষ্টিয়া সদর উপজেলায় দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৭২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি নওদাপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকসহ চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে। পরে তাদের পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। আটককৃতরা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় জনতা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • আরিফ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর