Logo

সারাদেশ

ট্রাকের চাকা বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

ট্রাকের চাকা বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা বিস্ফোরণে রিতা জোয়ার্দার (৩৭) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নয়াপাড়া হাকিম মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত রিতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবর এলাকার আমিরুল ইসলামের মেয়ে। বর্তমানে আশুলিয়ার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে হলিউড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রিতা ওষুধ কেনার জন্য বাসার নিকটবর্তী একটি ফার্মেসিতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। পরে ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিতা আক্তার গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, ‘হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর