Logo

সারাদেশ

আশুলিয়ায় থাই কারখানায় আগুন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:১১

আশুলিয়ায় থাই কারখানায় আগুন

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় একটি থাই অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার বুড়িপাড়ায় অবস্থিত ‘ঢাকা থাই অ্যালকোম্যাক্স পিএলসি’ কারখানায় আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের পরিদর্শক সুমেন বড়ুয়া বাংলাদেশের খবরকে বলেন, ‘শ্রমিকেরা কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কারও কোনো ক্ষতি হয়নি এবং কাজও স্বাভাবিক রয়েছে।

হাসান ভুঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর